1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মাদকসহ বলিউড অভিনেত্রী বিমানবন্দরে গ্রেপ্তার
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
মাদকসহ বলিউড অভিনেত্রী বিমানবন্দরে গ্রেপ্তার

বিনোদন ডেস্ক :
    আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ৭:০৯:২৪ পূর্বাহ্ন

মাদকসহ দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেকে। বর্তমানে তিনি শারজায় জেল হাজতে রয়েছেন। তবে অভিনেত্রীর পরিবারের দাবি, একটি চক্রান্ত করে ক্রিসনকে ফাঁসানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইম।

ক্রিসনের পরিবার ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ক্রিসন এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন। যিনি নিজেকে রবি বলে পরিচয় দেন। লোকটি প্রথমে ক্রিসনের মা প্রমিলা পেরেরাকে মেসেজ করেন, যে মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে চান কিনা। এরপর তাকে একটি অন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করা হয়।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়, ক্রিসনের দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা ওই ব্যক্তিই করেছিলেন। ক্রিসন দুবাই উড়ে যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বাই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তার সঙ্গে দেখা করেন। অভিনেত্রীর হাতে একটি ট্রফি তুলে দেয়া হয়। ক্রিসনকে ওই ব্যক্তি বলেছিল ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সে কারণে ক্রিসন তার সঙ্গে ট্রফিটি নিয়ে যান। এই ট্রফির মধ্যেই মাদক পাওয়া যায়।

খবর অনুযায়ী, দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। যার জন্য ১৩ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া আর কোনো অফিসিয়াল চার্জ বা জরিমানা আছে কিনা তা এখনো জানা নেই। ক্রিসনকে মহেশ ভাটের সড়ক ২-এ দেখা গিয়েছিল।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020