হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধবংস করে দিচ্ছে। বিশেষ করে আমাদের ছাত্র ও যুব সমাজ জোকছে বেশী করে। তাই মাদক নির্মূল করতে পুলিশ কঠোর ভ’মিকা পালন করবে। এ ক্ষেত্রে সাংবাদিক সহ সমাজের সকল শ্রেনীর লোকজনের সহযোগিতা প্রয়োজন। তিনি রোববার দুপুরে হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ কথা গুলো বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারন সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ সুখেন দেবনাথ, মিজানুর রহমান, সাংবাদিক নেতা মোঃ আইয়ুব খান, আবু নাসের মোঃ জামাল, আবুল হোসেন সবুজ, সুব্রত দেব রায়, সানাউল হক চৌধুরী শামিম, কে.এম সামসুল হক, কাউসার আহম্মেদ, একরামুল আলম লেবু প্রমুখ।