মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া ফাঁড়ির এসআই অনিক দেবের নেতৃত্বে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর ব্রীজের দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৬টায় নোয়াপাড়া হইতে দক্ষিণ শাহপুর ব্রীজের সামনে একটি অটোরিক্সা থেকে ৫৬ কেজি গাঁজা সহ সোহাগ মিয়া (২৫) গ্রেফতার করা হয় ও একটি অটোরিক্সা জব্দ করা হয়।
সোহাগ মিয়া উপজেলার মধ্য বেজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।