1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০২:৫২ অপরাহ্ন
মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
    আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ৩:৪০:৩২ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক রুবেল হোসেন (৩৫) চালকের সহকারি আহাদ আলী (২৭) ঘটনাস্থলেই মারা যান।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টায় ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক ও ফায়ার ফাইটার ইমন মিয়াসহ একদল কর্মী ঘটনাস্থলে পৌছে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে প্রায় দেড় ঘন্টা পর নিহত চালক ও তার সহযোগির লাশ ও অপর একজন কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ ফায়ার সার্ভিস সুত্র জানান, সোমবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক ও ঢাকা থেকে সিলেট গামী মোরগের খাবার ফিট বাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক দুটি ধুমড়ে মুচড়ে যায়।

এতে বালু বাহি ট্রাকের চালক যশোর জেলার শার্শার উপজেলার আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া ও তার সহকারি যশোর জেলার জিগরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলীর ঘটনাস্থলে নিহত হন।সিলেটের গোয়াইঘাটের জালাল উদ্দিন গুরুত্বর আহত হন।
হতাহতরা ধুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকে আটকা পড়ে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিকের নেতৃত্বে ফায়ার ফাইটার টিম প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।

আহত জালালকে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020