ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় দু’ট্রাকের মুখোমুখি সংর্ঘষে প্রায় ৩ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে রাস্তার দু’পাশে সহস্র্রাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ সূত্রে জানা যায়-শুক্রবার ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৬৮৭২) এর সঙ্গে ঢাকাগামী (ঢাকা মেট্রো ট ১১-৪৪৮২) মুখোমুখি সংঘর্ষ ঘটলে ট্রাক দুটি রাস্তার মধ্যেই দুমড়ে মুছড়ে যায়। এতে ২জন আহত হয় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে দূর্ঘটনাকবলিত ট্রাক অপসারন করে রাস্তায় যান চলা চল স্বাভাবিক করে। এসময় রাস্তার দু’পাশে সহস্্রাধিক যান বাহন আটকা পড়ে।