হবিগঞ্জের মাধবপুরে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক ব্যাক্তি কে পিঠিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ছালেক মিয়া (২৭) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ছালেক মিয়া জানান, দিঘিরপাড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে ছত্তর মিয়া ও তার লোকজন সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে ছালেক মিয়া বাধা দেওয়ায় ছত্তর মিয়া তার ছেলে শাহাব উদ্দিন , স্বপন মিয়া সহ কয়েকজন মিলে ছালেক মিয়ার উপর হামলা করে তাকে পিঠিয়ে আহত করে। এ ব্যাপারে ছত্তর মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।