হবিগঞ্জের মাধবপুরে অরুন সরকার নামে (৩০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অরুণ সরকার পশ্চিম ত্রিপুরার সিদাই থানার বিজয় নগর গ্রামের সুনীল সরকারের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, অরুণ সরকার অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে চৌমুহনী বাজারে ঘোরাফেরার সময় তাকে গ্রেপ্তার করা হযেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।