1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মাধবপুরে মহাসড়কে জন্ম নেওয়া নবজাতক সিলেট ছোটমনি নিবাসে
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
মাধবপুরে মহাসড়কে জন্ম নেওয়া নবজাতক সিলেট ছোটমনি নিবাসে

স্টাফ রিপোর্ট :
    আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, ৯:৫৬:৪৯ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন তরুণীর (২৫) জন্ম দেওয়া নবজাতকের ঠাঁই হলো সিলেটের ছোটমনি নিবাসে। আদালতের সিদ্ধান্তে সোমবার দিবাগত রাত ১২টায় ওই নবজাতককে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেটে নগরের বাগবাড়িস্থ ছোটমনি নিবাসে পাঠায় হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক আল মামুন বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ও নবজাতককে সোমবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত শিশুটিকে ছোটমনি নিবাসে নেওয়ার আদেশ দেন। সেই অনুয়ায়ী রাত ১২টায় পুলিশের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে সিলেট নগরের বাগবাড়ি এলাকায় সরকারি ছোটমনি নিবাসে পাঠানো হয়। ওই তরুণী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিশুটিও সুস্থ আছে।

এর আগে গত রোববার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর প্রসববেদনা ওঠে। তখন আশপাশে অবস্থান করছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান, আসিফ ইকবালসহ কয়েকজন চিকিৎসক। তারা সেখানে গিয়ে মহাসড়কে কাপড় টানিয়ে ওই তরুণীর ছেলে সন্তান প্রসব করান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ওই তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020