প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ শুরু হয়েছে। মাধবপুরে এপর্যায়ে উপজেলার আটচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা বীর নিবাস পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন।
তিনি জানান ইতোমধ্যেই বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, প্রকল্প কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে বীর নিবাস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডরুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার জন্য বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেছি।
প্রকল্প সুত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার অস্বচ্ছল সকল মুক্তিযোদ্বাদের জন্য সরকারি অনুদানে নির্মিত হবে বীর নিবাস।