নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতন করায় উজ্জ্বল মিয়া নামের ২৫ বছর বয়সী এক ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। দন্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া (২৫) কালিয়ারভাঙা গ্রামের ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা যায়- উজ্জল মিয়া নিয়মিত মা-বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত এবং বিভিন্ন ভয় দেখিয়ে টাকা নেয়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কালিয়ারভাঙ্গা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
এসময় অপরাধ প্রমান হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে উজ্জ্বল মিয়া (২৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এস আই নাঈমসহ চৌকস পুলিশ সদস্যগণ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, মা-বাবাকে নির্যাতন একটি জঘন্য অপরাধ, এহেন জঘন্য অপরাধ দমনে প্রশাসন বদ্ধ পরিকর।