1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মুজিববর্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করতে যাচ্ছে নাইজেরিয়া
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন




মুজিববর্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করতে যাচ্ছে নাইজেরিয়া

অনলাইন ডেস্ক:
    আপডেট : ২৮ আগস্ট ২০২০, ৮:৫০:২৫ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নাইজেরিয়ার পোস্টাল সার্ভিস একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করতে যাচ্ছে।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের উদ্যোগে আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ সময় আজ বিকাল ৫টায় এবং নাইজেরিয়ার সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা যৌথভাবে এ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত থাকবেন।

এছাড়া নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক ড. ইসমাইল আদেবাইও আদেউশিসহ উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এবং নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত থাকবেন। সূত্র: বাসস।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020