সিলেট নগরের দরগামহল্লা পাক্কা বাড়ী নিবসী বিশিষ্ট ক্রীড়া সংগঠন ষাটের দশকের সিলেট জেলা ফুটবল ও ক্রিকেট দলের খেলোয়াড় ও মহানগর বিএনপি নেতা মুফতি বদরুনুর সায়েক এর বড় ভাই মুফতি ফয়জুর নুর ছাদিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওয়ান্ডারার্স ক্লাব
ক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানানো হয়।
শোকজ্ঞাপনকারীরা হলেন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আহমদ, এডভোকেট আলী মোস্তাফা মিশকাতুর নুর, আব্দুর রহমান দুদু, শফিকুল হক বেলাল।ক্লাবের সভাপতি এডঃ আব্দুল ওয়াছে চৌধুরী জুবের, সহ সভাপতি নিয়াজ মোঃ আজিজুল করিম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, প্রমুখ ।