1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মেডিকেল ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৩৫.৩৪ শতাংশ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১২ অপরাহ্ন




মেডিকেল ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৩৫.৩৪ শতাংশ

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ১২ মার্চ ২০২৩, ৮:২৬:৪১ অপরাহ্ন

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় পাশের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ এবং পাশের হারের দিক থেকে এগিয়ে আছে মেয়েরা।

রবিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, এ বছর ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ১৯৪ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী পাশ করেছে ২০ হাজার ৮১৩ জন শতকরা হিসেবে তা ৪২ দশমিক ৩১ শতাংশ আর মেয়ে পরীক্ষার্থী পাস করেছে ২৮ হাজার ৩৮১ জন মেয়েদের মধ্যে পাশের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ এমবিবিএস এই ভর্তি পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামাল তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ৮৮।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020