1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মেলবোর্নে বাড়ানো হলো লকডাউনের মেয়াদ
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন




মেলবোর্নে বাড়ানো হলো লকডাউনের মেয়াদ

অনলাইন ডেস্ক:
    আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৯:২৩:২৩ পূর্বাহ্ন

 অষ্ট্রেলিয়ান কর্তৃপক্ষ রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে কঠোর লকডাউনের মেয়াদ দুসপ্তাহের জন্যে বাড়িয়েছে।আরেক দফা সংক্রমণ থেকে রক্ষায় এবং নতুন আক্রান্তের সংখ্যা যথেষ্ট পরিমাণে না কমায় মেয়াদ বাড়ানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মেলবোর্ন বাসিন্দারা গত ছয় সপ্তাহ ধরে কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আগামী সপ্তাহে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী এন্ড্রুজ বলেছেন, আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে রোববার মাত্র ৬৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে এ সংখ্যা ৭শ পর্যন্ত পৌঁছেছিল। সংখ্যা কমা সত্ত্বেও স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক রয়েছেন।

এদিকে মেলবোর্নে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভের কারণে বেশকিছু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকালে পুলিশের সাথে তাদের সংঘর্ষ ঘটে।তুলনামূলকভাবে অষ্ট্রেলিয়া সফলতার সঙ্গেই করোনা নিয়ন্ত্রণ করছে। আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে ২৬ হাজারেরও বেশি লোক আক্রান্ত এবং ৭৫৩ জন মারা গেছে। এর মধ্যে অধিকাংশ গত দুই মাসে মেলবোর্ন অঙ্গরাজ্যে ঘটেছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020