1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মেয়ে হলে নাম রাখবো ফারিশতা: মাহি
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন




মেয়ে হলে নাম রাখবো ফারিশতা: মাহি

বিনোদন ডেস্ক::
    আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ৯:৪৪:০৭ অপরাহ্ন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি সংসার জীবনে বেশ ভালো সময় কাটাচ্ছেন। মা হতে যাচ্ছেন তিনি কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি।

বর্তমানে মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। ছেলে হবে নাকি মেয়ে, এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়।

মাহি বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এতো বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই। ’

মাহি বলেন, ‘মা হতে যাওয়ার এই অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। প্রথম তো! তবে আম্মু, আব্বু এবং ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। ’

সন্তানের নামের বিষয়ে মাহি বলেন, ‘আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!’

মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’ সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মা হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন মাহি।

‘ফারিশতা’ নামে মাহির একটি রেস্টুরেন্ট আছে। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার এগিয়ে তেলিপাড়া বাজারে নায়িকার ওই রেস্টুরেন্টটি। চলতি বছরের প্রথম রমজানে এটি চালু করেন তিনি। এবার সেই ‘ফারিশতা’র নামেই নিজের সন্তানের নাম রাখার কথা জানালেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকে গাজীপুরে শ্বশুরবাড়িতেই থাকছেন মাহি। বিয়ের এক বছর পেরিয়ে এবার মা হওয়ার অপেক্ষায় এই চিত্রতারকা।

 




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020