1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মৌলভীবাজারে আনকার আহমদ,র দাফন সম্পন্ন
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন




মৌলভীবাজারে আনকার আহমদ,র দাফন সম্পন্ন

জোবায়ের আহমদ মৌলভীবাজার
    আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১:৫২:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনকার আহমদ করোনায় আক্রান্ত হয়ে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ৬ই সেপ্টেম্বর সকাল ৭-৩০মিনিটে মৃত্যুবরন করেন। গতকাল সন্ধ্যা ৭-৩০ মিনিটে উনার নিজ বাড়িতে প্রথম জানাজার নামাজ এবং ২য় জানাজার নামাজ বাদ এশা হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ) মাজারে অনুষ্ঠিত হয়।এর আগে ১ম জানাজার নামাজ বাদ আছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ) মাজারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে তা পরে ঢাকা থেকে লাশ আসতে দেরি হওয়ায় সময় পরিবর্তন করে বাদ এশা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন,সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম। তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব এর সাথে যোগাযোগ করলে মহাসচিব মিজানুর রহমান রাসেল তাৎক্ষনিক ভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন। দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম.মুহিবুর রহমান মুহিব , টিম লিডার আশরাফুল খান রুহেল,টিম মেম্বার মুজিব মিয়া,ফয়ছল মনসুর, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল,দপ্তর সচিব সিরাজুল হাসান, যুগ্ন দপ্তর সচিব এস এম বশির,প্রধান সমন্নয়ক সাইদুল ইসলাম মান্না, টিম মেম্বার ইয়াছিন তালুকদার, জামিল আহমদ,সুহেল আহমেদ রানা প্রমুখ




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020