মৌলভীবাজার শহরের খানদানিসহ দুই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৯-এর এক দলের সহযোগিতায় ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এই অভিযান চালান।
ভোক্তার সহকারী পরিচালক মো. আল আমিন জানান, মঙ্গলবার সদর উপজেলার সিলেট রোড ও কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট ও হোটেল মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, ময়লা ফেলার ডাস্টবিন খোলা রাখা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য সংরক্ষণ করা ও সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সিলেট রোডে অবস্থিত খানদানি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কুসুমবাগে অবস্থিত পাঁচ ভাই রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।