1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিক ফোরাম'র শীতবস্ত্র বিতরণ
শনিবার, ১০ জুন ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিক ফোরাম’র শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
    আপডেট : ০২ জানুয়ারী ২০২৩, ৮:৫৬:১৫ অপরাহ্ন

মৌলভীবাজারে অসহায় শীর্তাত মানুষের পাশে দাঁড়াল টেলিভিশন সাংবাদিক ফোরাম। সোমবার (২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার মসজিদে আয়েশা প্রাঙ্গণে সংগঠনের ব্যানারে শতাধিক শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩৬) সৈয়দা জোহরা আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক। মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দিপ্ত টিভি প্রতিনিধি বকসী মিসবাহ-উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করসপনডেন্ট এস এম উমেদ আলী, ইত্তেফাক ও নিউনেশন প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, সমাজ সেবী সৈয়দ মমসাদ আলী প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। খুব শিগগিরই আরও কয়েকটি স্থানে বড় পরিসরে তারা শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরণ করবেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020