1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মৌলভীবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যতে অতিরিক্ত লাভ করায় জরিমানা
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন




মৌলভীবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যতে অতিরিক্ত লাভ করায় জরিমানা

জোবায়ের আহমদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ
    আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ৪:০১:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় মৌলভীবাজার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান মহোদয়ের সদয় নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা মহোদয়ের সদয় তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য তদারকিতে জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় পিয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় ২০ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020