1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে মাটি বিক্রি
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন




মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে মাটি বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি:
    আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, ৯:৩৫:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি পরিবেশ আইন উপেক্ষা করে দেদারছে চলছে পাহাড় ও টিলা কাটা। সরকারি দলের দাপট খাটিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে উঁচু টিলার মাটি বিক্রি করে আসছে। এতে পাহাড় ধ্বংসের পাশাপাশি পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। এদিকে ওই বিষয়ে সংবাদ প্রকাশ করায় বুধবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান সেখানে পরিচালনা করে। তারা সাগরনাল ইউনিয়নের ৩ ব্যক্তিকে এনফোর্সমেন্ট নোটিশ প্রদান করে। পরিবেশ অধিদপ্তরের নোটিশের সংবাদটি বিভিন্ন জাতীয় ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। উক্ত সংবাদের জের ধরে গতকাল ৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বরডহর গ্রামের মো. শফিক মিয়ার স্ত্রী রবজান বেগমকে নোটিশের দায়ে জায়ফরনগর ইউপির ভোগতেরা-কালীনগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েল রানা (৩৫) ও আরো কয়েকজন মিলে উপজেলা ডাকঘরের সম্মুখে সিএন্ডবি রোডে একটি পত্রিকার উপজেলা প্রতিনিধি জালালুর রহমানের মোটরসাইকেলের গতিরোধ করে গালিগালাজ করে। এসময় রুবজান বেগমের বাড়ির মাটি কাটায় নোটিশ কেন করা হলো এর জবাব ও উচিত শিক্ষা দেয়ার কথা বলে ওই সাংবাদিককে খুন করার হুমকি দেয়।

এসময় সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ দু’পক্ষকে আলাদা করে দিলে নিরাপত্তার স্বার্থে ওই সাংবাদিক সন্ধ্যায় জুড়ী থানায় জুয়েল রানার বিরুদ্ধে একটি জিডি দায়ের করেন।

এ বিষয়ে যোগাযোগ করলে জুড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোশাররফ হোসেন বলেন, বিষয়টি আমরা দেখছি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020