রিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন এক মা। সাথে শক্ত হাতে ধরা শিশু সন্তান। এমন সময় পেছন থেকে একটি দ্রুতগামী মিনিবাস চাপা দেয়। শিশুটি হাত থেকে ছিটকে যায় মায়ের। মুহুর্তেই শেষ হয়ে যায় মায়ের সাথে সকল বন্ধন। ঘটনাস্থলেই ওই মায়ের মৃত্যু হয়। আহত হয়েছে মায়ের সাথে থাকা সাত বছরের শিশু সন্তান।
শনিবার (৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কের সরকারি খাদ্য গুদামের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত রাহেলা বেগমের (৪০) স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি উপজেলার ইনাতগঞ্জের জুনেদ মিয়ার স্ত্রী। রাহেলা বেগম মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামে ভাইয়ের বাড়িতে থাকেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাহেলা বেগম রিকশা থেকে নেমে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মিনিবাস পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় তার সাত বছরের কন্যাশিশু। আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। পরে বাস আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।