মৌলভীবাজারে তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেয়ায় গ্যাস সংকটের কারণে দেখিয়ে যানবাহনে চলছে ভাড়া নৈরাজ্য। সিএনজি চালিত যানবাহনে নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া।
এদিকে গত এক সপ্তাহের মধ্যে শহরের ‘কুসুমবাগ মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি ফিলিং স্টেশন’, শমসেরনগর রোডের ‘এমএফ সিএনজি ফিলিং স্টেশন’ ও রাজনগরে কলেজ পয়েন্টের ‘ডেলটা সিএনজি এন্ড ফিলিং স্টেশন’ বন্ধ করে দেয় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
এরপর থেকে জেলায় সিএনজি চালিত যানবাহনে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। চালু থাকা সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। এমন পরিস্থিতিতে হঠাৎ যানবাহনের ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সদস্য মো. আব্দুল আহাদ বলেন,‘পরিবহণ শ্রমিকরা গ্যাসের জন্য গাড়ি চালাতে পারছেন না।’
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডর মৌলভীবাজার আঞ্চলিক বিতরণ কেন্দ্রের (আবিকা) প্রধান ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন বলেন, ‘ওই সিএনজি স্টেশনগুলোর লোড না বাড়ানোর কারণে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।’