করোনা কালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় তহবিল থেকে চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি অশুক দাস,সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১৮ জন সাংবাদিকের মধ্যে চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য এর পূর্বে আরও ১৫ জন এই চেক পান।