1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আনকার আহমদ আর নেই ;
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০৪ অপরাহ্ন




মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আনকার আহমদ আর নেই ;

জোবায়ের আহমদ, মৌলভীবাজার থেকে
    আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৬:৫১:৩৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কচুয়া গ্রামের কৃতি সন্তান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সেক্রেটারি. ৮০ এর দশকের জেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা.আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি এবং মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা কচুয়া জামে মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন কমিটির সাথে জড়িত বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া সংগঠক সালিশ বিচারক দানশীল ব্যাক্তিত্ত ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আনকার আহমদ ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বাংলাদেশ সময় ভোর ৬ টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের ১ম জানাযার নামাজ আজ বাদ আছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) মসজিদ প্রাঙ্গনে এবং ২য় জানাযার নামাজ সন্ধা ৭: ৩০ মিনিটে কচুয়া গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

মরহুমের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে উনার ভাতিজা মোহাম্মদ মকিস মনসুর ও নাহেদুর রহমান সবাইকে অনুরোধ জানিয়েছেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020