মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে রোববার ৬ই আগষ্ট এ নিয়োগ দেয়া হয়। এতে বলা হয় নতুন চেয়ারম্যান যোগদান করার পূর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গতঃবিগত ১৮ই আগষ্ট সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি করোনা আক্রান্ত হলে গত ৫ই আগস্ট বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় নেয়া হয়।
আজিজুর রহমান তার মৃত্যুর আগ পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ।তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আজিজুর রহমান।
তিনি ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন।
আজিজুর রহমান সরাসরি বঙ্গবন্ধু প্রভাবিত রাজনীতিবিদ, এ অঞ্চলের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বটবৃক্ষ ছিলেন তিনি।