আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ কে সামনে রেখে জমে উঠছে রাজনীতির মাঠ।আগামী ২০শে অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে করোনা ভাইরাসের প্রকোপ না কমলেও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সারা দেশের জনজীবন। ধীরে ধীরে সরব হচ্ছে রাজনীতির মাঠও। দলীয় কার্যক্রমে ফিরছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমানতালে রাজনীতির মাঠ দখলেও সরব হচ্ছে বিএনপি।
কয়েকদিন আগে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুত্যুর পর এ পদটি শুন্য হয়। ফলে গনতান্ত্রিক ধারাবাহিকতায় এনিয়ে গত ১৪ই সেপ্টেম্বর সোমবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচন পরিচালনা-২ উপ সচিব মোঃ আতিয়ার রহমান সময়সূচি ঘোষণা করেন। এদিকে এ ঘোষনার পর মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচন নিয়ে সরগরম জেলার রাজনৈতিক অঙ্গন। এলাকার মানুষের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে চলছে নানা আলোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনকে টার্গেট রেখে রাজনীতির প্রতিকূলতার আবর্তে থাকা বিএনপি কিছুটা কৌশলী পরিকল্পনা গ্রহণ করেছে। জোর দিয়েছে তৃণমুল যোগাযোগে। যারই ধারাবাহিকতায় একইসঙ্গে দল গোছানো, নির্বাচনের প্রস্তুতি এবং আন্দোলনের রূপরেখা তৈরি করে অগ্রসর হচ্ছে দলটি।
রাজনৈতিক বিভাজন দূর করে জাতিকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির মাঠ দখলে সরব হচ্ছে বিএনপি। বিরোধিতার খাতিরে সবকিছুতে বিরোধিতা নীতির পরিবর্তে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাব নিয়ে রাজনীতিতে নতুন ভাবমূর্তি গড়তে চাইছে দলের তৃণমূল নেতৃবৃন্দ।
জানাযায়, জেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৬ উপলক্ষে জারিকৃত সকল আদেশ নির্দেশনা পরিপত্র এবং আইন ও বিধি অনুসরণ পূর্বক অনুযায়ী জেলা পরিষদ চেয়ারম্যান সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, সাধারণ ওয়ার্ডের সদস্য শূন্য পদের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করে। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ২৭ অনুসারে আগামী ২০শে অক্টোবর ২০২০ইং সকাল ৯টা হতে দুপুুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্টানের সময় সূচিতে নির্বাচন করার নির্দেশ দেয়া হয়।
এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার তফসিল ঘোষণা করেছি। ২৩শে সেপ্টেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ইতি মধ্যে নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে প্রার্থীতার আবেদন।
সম্ভাব্য প্রার্থীদের নিকটাত্মীয়, শুভানুধ্যায়ী ও অনুগত নেতাকর্মীরা প্রার্থীতার জন্য ফেইসবুকে চালাচ্ছেন প্রচারণা।অনেক নেতাকর্মীরা নিজের ফেইসবুক আইডিতে পোষ্ট দিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাদের শুভাকাঙ্ক্ষী প্রার্থীকে জানান দিচ্ছেন। এখন ফেইসবুক খুললেই শুধু ভেসে ওঠে মনোনয়ন চাওয়ার আবেদন। ফেইসবুকে কার পোষ্ট কত বেশী শেয়ার, লাইক, কমেন্ট হচ্ছে, সে নিয়েও চলছে আলোচনা সমালোচনা।
ফেইসবুকের পাতা যেন হয়ে উঠেছে মনোনয়ন লড়াইয়ের মাঠ। অনেকে আবার ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে চালাচ্ছেন জোর প্রচেষ্টা। মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী যাদের নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে তাদের মধ্যে মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও বাংলাদেশের আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ ফিরোজ,সাবেক সমাজ কল্যান মন্ত্রী মরহুম সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি ও সাবেক এমপি সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার জেলা আওয়ামী সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার,মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক আলহাজ্ব মিছবাউর রহমান,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ (সিআইপি),কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহীন,মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ,মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য অস্থায়ী চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমিসহ আরও অনেকেই জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য,মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচক মন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে আগামী ২০শে অক্টোবর ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।