1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
মৎস্য সপ্তাহ উপলক্ষে জুড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৫:৫৭ অপরাহ্ন
মৎস্য সপ্তাহ উপলক্ষে জুড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলানিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ২৯ জুলাই ২০২২, ৭:১৬:২৩ অপরাহ্ন

মৌলভীবাজারের জুড়ীতে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) দুপুর ৩ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা। আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ উপলক্ষে যেসব কর্মসূচি পালন করা হয়েছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মৎস্য খাত দেশের জিডিপিতে দিন দিন অভূতপূর্ণ ভূমিকা রাখছে। এই সম্ভাবনাময় খাতকে ধরে রাখতে শিক্ষিত বেকার যুবকদের অংশ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। মৎস্য খাতকে সমৃদ্ধ করতে সরকার সবসময় মৎস্য চাষীদের সহযোগিতা করে আসছে। এ সময় তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সরকারি নির্দেশনা অমান্য করে পোনা মাছ নিধন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মৎস্য আইনে ৬০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মৎস্য চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ, মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য চাষীদের সম্মাননা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম শামসুল ইসলাম, মানব ঠিকানা প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজুল ইসলাম, দৈনিক দৈনিক সকালের সময় ও ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি ইকবাল খান, দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ আল আমিন, সাংবাদিক জালালুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020