রোববার রাজ্যটির নর্থ ব্রন্সউইকে নিউ জার্সির ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এস্থার সালাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তার স্বামীর অবস্থা সংকটজনক।এবিসি নিউজ জানিয়েছে, কেউ একজন ফেডএক্সের গাড়িচালক সেজে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তাদের বাড়িতে গিয়েছিল সে,প্রাথমিকভাবে তদন্তকারীরা এমন তথ্য পেয়েছে। সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
এফবিআই ঘটনাটির তদন্ত করছে বলে নিজেদের টুইটার একাউন্টে জানিয়েছে।
আরেকটি ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে আরও একজন নিহত ও আট জন আহত হয়েছেন।এ ঘটনায় জড়িত আছে সন্দেহে নগরীর পুলিশ তিন ব্যক্তিকে খুঁজছে। এই তিন জন পরিকল্পিতভাবে ওই দলটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে, পুলিশ এমনটি মনে করছে বলে রোববার জানিয়েছেন ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পিটার নিউশাম।তিনি জানান, গুলিবর্ষণের ঘটনার পর একজন নারীসহ মোট নয় জনকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই জনের জখম গুরুতর হলেও বাকিদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।