1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে গাড়ির সংঘর্ষে নিহত ৬
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০১:২১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে গাড়ির সংঘর্ষে নিহত ৬

বাংলানিউজ২৪এনওয়াই ডেস্ক
    আপডেট : ১৬ জুলাই ২০২২, ৩:৪০:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে শুক্রবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে ধূলিঝড়ের কারণে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

এ ঘটনায় ২১টি যানবাহন বিধ্বস্ত হয়।

মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন বলেন, আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।

আহতের সংখ্যা তাত্ক্ষণিকভাবে গণনা করতে না পারলেও সাহায্যের জন্য বিলিংস থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান করতে হয়েছে বলে জানান নেলসন।

অঞ্চলটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টুইটারে বলেছেন, ‘আমি হার্ডিনের কাছে এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্থ ও তাদের প্রিয়জনদের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন।’
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020