1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
যুক্তরাষ্ট্রে বেগতিক হয়ে উঠছে করোনা:
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রে বেগতিক হয়ে উঠছে করোনা:

আন্তর্জাতিক ডেস্ক
    আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ৯:১০:২৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার সত্তর লাখ ছাড়িয়েছে। বিশ্বের মোট করোনা আক্রান্তের ২০ শতাংশই যুক্তরাষ্ট্রের বলে খবরে দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে দেখা গেছে, সেপ্টেম্বর মিডওয়েস্ট রাজ্যগুলোতে সংক্রমণ বেড়েছে। এমন এক সময় মহামারী বিস্তারের এই মাইলফলকের খবরে এসেছে, যার কয়েকদিন আগে দেশটিতে মৃত্যুর সংখ্যাও দুই লাখ ছাড়িয়েছে।

করোনায় বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ এখন যুক্তরাষ্ট্রে। ভাইরাসটিতে সেখানে প্রতিদিন ৭০০ জনের মৃত্যু হচ্ছে। দেশটিতে সংক্রমণের নেতৃত্ব দিচ্ছে ক্যালিফোর্নিয়া।

এরপর টেক্সাস, ফ্লোরিডা ও নিউইয়র্কের অবস্থান। চার সপ্তাহের আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে ওহাইয়ো বাদে সব মিডওয়েস্ট রাজ্যে আক্রান্ত ঊর্ধ্বগতি।

আর সাউথ ডাকোটায় আক্রান্ত ১৬৬ শতাংশ বেড়েছে। সেখানে নতুন করে আট হাজার ১২৯ জন আক্রান্ত হয়েছেন।

আর উত্তর ডাকোটায় আগস্টের একই সময়ে যেখানে আক্রান্ত হয়েছিলেন চার হাজার ২৪৩ জন, বর্তমানে তা আট হাজার ৭৫২ গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই সময়ের ব্যবধানে সেখানে আক্রান্ত দ্বিগুণ বেড়েছে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের অর্ধশত রাজ্যের অর্ধেকটিতে করোনায় পজিটিভ সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বরে অন্তত ১০ রাজ্যে সংক্রমণ বৃদ্ধি ছিল রেকর্ডসংখ্যক।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020