1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের চিকিৎসক নিহত
শনিবার, ২১ মে ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের চিকিৎসক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
    আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১:১২:২৩ অপরাহ্ন

বিশিষ্ট চক্ষু চিকিৎসক সৈয়দ কেফায়েতুল্লাহ যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের রচস্টার বাফেলর এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. সৈয়দ কেফায়েতুল্লাহর শ্যালক গাড়ি চালাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় সৈয়দ কেফায়েতুল্লাহর স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ডা. কেফায়েতুল্লাহর ফুফাতো বোন তাহসিন অর্নি জানান, ডা. কেফায়েতুল্লাহ সস্ত্রীক যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন। তার স্ত্রী আইসিইউতে আছেন। তার সুস্থতার জন্য তাহসিন অর্নি সকলের কাছে দোয়া চেয়েছেন।

ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা। তিনি জেলার চোখের চিকিৎসক হিসেবে সমাদৃত ছিলেন।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020