1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী ছাত্রের হাতে শিক্ষক গুলিবিদ্ধ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রে ৬ বছর বয়সী ছাত্রের হাতে শিক্ষক গুলিবিদ্ধ

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ০৭ জানুয়ারী ২০২৩, ৫:২৮:৪৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছয় বছর বয়সী ছাত্রের গুলিতে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রকে আটক করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ঘটনাটি দুর্ঘটনামূলক ছিল না। গুলি চালানো ওই শিশু শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ প্রধান স্টিভ ড্রিউ বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় অন্য কোনো শিক্ষার্থী আহত হয়নি।
গুলিবিদ্ধ ৩০ বছর বয়সী শিক্ষকের পরিচয় না জানিয়ে পুলিশ বলছে, তার অবস্থা আশঙ্কাজনক।

কর্মকর্তারা বলেছেন, ওই স্কুলে ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলে প্রবেশের সময় পর্যবেক্ষণ করার ব্যবস্থা থাকলেও তাদের যথাযথভাবে তা করা হয়নি।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে শহরের স্কুলগুলোর তত্ত্বাবধায়ক জর্জ পারকার বলেন, ‘আমি হতবাক এবং ভীষণভাবে মর্মাহত।’

তিনি বলেন, ‘ছোটদের হাতে যাতে আগ্নেয়াস্ত্র না যায় সেটা নিশ্চিত করতে আমাদের কমিউনিটির সমর্থন দরকার।’

ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়ংকিন টুইটারে লিখেছেন, ‘আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সব ছাত্র ও সম্প্রদায়ের অব্যাহত নিরাপত্তার জন্য নির্দেশ দিয়েছি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে গত বছর আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত ঘটনায় ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়, যেসব ঘটনার প্রায় অর্ধেক ছিল হত্যাকাণ্ড, দুর্ঘটনা বা আত্মরক্ষাজনিত। বাকি অর্ধেক মৃত্যুর ঘটনা ছিল আত্মহত্যাজনিত।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020