সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে মধ্যরাতে বাসার দরজা ভেঙে আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম.এ সালাম।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কোন ধরনের মামলা ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই ভোর রাতে বাসার দরজা ভেঙে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে আটক করা হয়েছে। গভীর রাতে এভাবে ঘরের দরজা ভেঙে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন, এঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তিনি অবিলম্বে যুদল নেতা মকসুদকে নিঃশর্ত মুক্তি দাবী করেন।-