1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
যেকারনে একাদশে ভর্তির সময় বাড়লো,
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন




যেকারনে একাদশে ভর্তির সময় বাড়লো,

অনলাইন ডেস্ক:
    আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১:৫৭:১৭ অপরাহ্ন

করোনা মহামারির মধ্যে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময় দুই দিন বাড়িয়েছে সরকার।

আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তির সূচি থাকলেও তা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধানদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই। মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে। তবে কোটার শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত সনদ দাখিল সাপেক্ষে কলেজে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এরাই একাদশ শ্রেণিতে ভর্তি হবেন।

গত ৯ অগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে একাদশে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়ার সবগুলো ধাপ শেষ করে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020