বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন দেশের জনগনের সম্পদ লোটপাটকারী বর্তমান সরকারকে ছাড় দেয়া হবে না। আপনারকে সঙ্গে নিয়ে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করবো। মনে রাখবেন যেদিন বিএনপির নেতাকর্মীরা ভোট দিতে পারবে সেদিনই আমরা নির্বাচনে আসবো।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রবিবার বেলা ১ টায় শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে, জেলা বিএনপি উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান পাবেলের সার্বিক সহযোগিতায় বাহাড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মন্দির প্রাঙ্গণে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় সভা শুরু হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিপুন রায়, জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নরুল ইসলাম নরুল, সভা শেষে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়।