পররাষ্ট্রমন্ত্রী:পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মাতব্বরি মানায় না। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন লুকোচুরি হয় না। চাইলে যে কোন দেশ পর্যবেক্ষন করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষন করার ঘোষনার বিষয়ে জানতে চাইলে সিলেটে এমন মন্তব্য করেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ৬ টি ই-গেইট স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক ভাবে ই-গেইটের উদ্ধোধন করেন তিনি।এসময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রেইসের বাংলাদেশের নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের বিষয়টি তুলে ধরলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে নানা প্রশ্নের কথা তুলে ধরেন।