মৌলভীবাজারের রাজনগরে জাতীয় পার্টির উপজেলা আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রকিব পদত্যাগ করেছেন। তিনি রাজনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
দলীয় সব ধরনের পদ-পদবী থেকে তিনি পদত্যাগ করে গত সোমবার জাতীয় পার্টির জেলা আহ্বায়ক বরাবরে চিঠি পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি জানান, নিজের শারিরীক সমস্যার কারণে তিনি জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও রাজনগর উপজেলার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছেন। এই পদত্যাগের ফলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমের সাথে তার আর কোনো সম্পর্ক নেই বলেও তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।
অধ্যাপক মো. আব্দুর রকিব বলেন, ৬-৭ বছর জাতীয় পার্টিতে সক্রিয়ভাবে কাজ করেছি। বর্তমানে আমি অসুস্থতার ব্যাপারে জেলা আহ্বায়কের সাথে কথা বলে পদত্যাগ করেছি। তাকে সরাসরি না পাওয়ায় পদত্যাগপত্রটি পরিচিত একটি দোকানে রেখে আবার তাকে অবগত করেছি।
জাতীয় পার্টির মৌলভীবাজার জেলা আহ্বায়ক এড. মো. মাহবুবুল আলম শামীম বলেন, পদত্যাগপত্রটি আমি হাতে পাইনি। যোগাযোগ করে দেখছি। বিস্তারিত জেনে কথা বলব।