1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
রাজনগরে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে মতবিসিময় সভা ;
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৩ অপরাহ্ন




রাজনগরে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে মতবিসিময় সভা ;

জোবায়ের আহমদ, মৌলভীবাজার থেকে
    আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ৬:৩২:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলার রাজনগর উপজেলা পর্যায়ে বিভাগীয় কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গনমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মতবিসিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত মতবিনিময় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবাগত মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সভাপতিত্ব করেন উপজেলা র্নিবাহী কর্মকর্তা পিয়াংকা পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মুক্তি রানী চক্রবর্তি, জেলাপরিষদ সদস্য রওনক আহমেদ অপু, রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিলন বখত।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া,উপজেলা স্বাস্থকর্মকর্তা ডাঃ বর্ণালী দাস, রাজনগর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেনেআরা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুকুল চন্দ্র দাস, শাহ শহীদুজ্জামান ছালিক, ছালেক মিয়া, নজমুল হক সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, শিক্ষানুরাগী ফরজান আহমেদ, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ,উপজেলা যুবলীগ সভাপতি ময়নুল ইসলাম খান, মৎস জীবীদের পক্ষে অমর ফারুক পাপলু উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ মইনউদ্দীন,শহীদ সুদর্শন সরকারী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে আব্দুল হাকিম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদের বিন্দু কুমার দত্ত ও চা শ্রমিকদের পক্ষে কান্ত গৌঢ় প্রমুখ।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020