1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
রাত ১০টার মধ্যে শাবিপ্রবি ছাত্রীদের হলে প্রবেশের নির্দেশ
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২, ০৬:০৩ অপরাহ্ন
রাত ১০টার মধ্যে শাবিপ্রবি ছাত্রীদের হলে প্রবেশের নির্দেশ

শাবি প্রতিনিধি
    আপডেট : ০৭ আগস্ট ২০২২, ৯:০৪:৪৭ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীদের রাত ১০টা মধ্যে নিজ নিজ হলে প্রবেশের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

রোববার (৭ আগস্ট) বিকালে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) জোবেদা কনক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বাহিরের ফজল কমপ্লেক্স ও সামাদ হাউজে অবস্থানরত সকল ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে পূর্বের প্রচলিত নিয়ম অনুযায়ী রাত ১০ টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। রাত ১০টার পর হলে প্রবেশ করতে হলে নিজ নিজ হল, বাইরের হল সমূহের দায়িত্বে থাকা সহকারী প্রভোস্ট অথবা সুপারদের সাথে মোবাইলে যোগাযোগ করে খাতায় নাম, বিভাগ, রুম নং ও মোবাইল নাম্বার সঠিকভাবে লিখতে হবে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020