1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
রোটারি ক্লাব অব সিলেট রয়েলস’র শীতবস্ত্র বিতরণ
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন




রোটারি ক্লাব অব সিলেট রয়েলস’র শীতবস্ত্র বিতরণ

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ৬:২০:৪৭ অপরাহ্ন

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেছেন, মানুষ মানুষের জন্য, মানব কল্যাণই শ্রেষ্ট ধর্ম। আল্লাহ প্রদত্ত সব ধর্মই মানুষের কল্যাণে। তাই এই হাড় কাপানো শীতে ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর এ দায়িত্ব পালনে এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব সিলেট রয়েলস। আমি তাদেরকে এই মহৎ কাজের জন্য শত সহস্র ধন্যবাদ জানাই।

তিনি (৩০ ডিসেম্বর) শুক্রবার রাতে নগরীর চৌহট্টা পয়েন্টে উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউশন রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। বক্তৃতাকালে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

রোটারি ক্লাব অব সিলেট রয়েলসের সভাপতি রোটারিয়ান নাহিয়ান আল মাদানী খান রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সাবেক সভাপতি রোটারিয়ান এইচ আজাদ শিপন, সাবেক সভাপতি রোটারিয়ান রাহাত তরপদার, সহ-সভাপতি রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান আরশ আলী গণি (চেয়ারম্যান), প্রেসিডেন্ট (২০২৩-২০২৪) রোটারিয়ান আবু বক্কর শাওন, সেক্রেটারী (২০২৩-২০২৪) রোটারিয়ান রেজাউল ইসলাম, রোটারিয়ান মাজহারুল ইসলাম শাকিল, রোটারিয়ান মুমেন কুমার দে, রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান মাসনুন আকিব। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক জিয়া, সৈয়দ আলাল আহমদ অভি, মোহাম্মদ সুমন আহমদ সুমন, শহিদুল ইসলাম রনি প্রমুখ




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020