হবিগঞ্জের লাখাইয়ে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণের মধ্যেদিয়ে সমাপ্ত হয়েছে ৪৪তম জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগীতায়,উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি লাখাইর আয়োজনে ৪৪তম জাতীয় ও বিজ্ঞান প্ৰযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ গ্রহন করে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান।
সোমবার উপজেলা সভাকক্ষে নির্বাহি কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহনকারীদের মাঝে বিভিন্ন কেটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে অতিথি বৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতির ভূয়সী প্রসংশা করেন সেই সাথে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যেমে দেশকে সমৃদ্ধ করার আহবান জানান।