1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
লাখাইয়ে পুড়ানো হলো অবৈধ জাল
বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৭:১০ অপরাহ্ন
লাখাইয়ে পুড়ানো হলো অবৈধ জাল

লাখাই প্রতিনিধি
    আপডেট : ২৬ জুলাই ২০২২, ১০:২৬:৪৬ অপরাহ্ন

হবিগঞ্জের লাখাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে লাখাই উপজেলার বিভিন্ন হাওরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন| এ সময় সরকার নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবারে ( ২৬ জুলাই ) লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দীন এর নেতৃত্বে জাতীয় মৎস্য সপ্তাহের উপলক্ষে এ মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।সরকারের নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দোয়ার জাল, বেড়জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতা করেছেন লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিছ তালুকদার ও লাখাই থানার এস আই সোহাগ ফকির সহ লাখাই থানা একদল পুলিশ।  এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দীন বলেন প্রায় পরিমান ৫ হাজার মিটার জাল আগুনে পুড়ানো হয়, তিনি আরো বলেন এ অভিযান অব্যাহত থাকবে।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020