লাখাই উপজেলার সনাতন ধর্মীয় শিক্ষা গুরুকুল জ্ঞান গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট ) সকাল ১১ টায় লাখাই উপজেলার মোড়াকরি উত্তরগ্রাম সিন্ধেশ্বরী আখড়ায় ভক্তদের অর্থিক সহযোগিতায় এই গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়। সনাতন ধর্মাবলম্বী শিশু কিশোরদের নিয়ে প্রতি শুক্রবার এই স্কুল পরিচালিত হবে ঐ গ্রামের শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য শিক্ষা দান করবেন ।
এ উপলক্ষে উপজেলার মোড়াকরি গ্রামের বিশিষ্ট মুরুব্বি কাব্যতীর্থ, ও আয়ুর্বেদ চিকিৎসক দিলীপ কুমার ভট্টাচার্য্য, সভাপতিত্ব গীতা শিক্ষা স্কুলের সার্বিক দায়িত্বে থাকা শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য্য পরিচালনার , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শ্রী অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী।
বিশেষ অতিথি পূজা উদযাপন পরিষদ, লাখাই উপজেলা শাখার সভাপতি শ্রী প্রাণেশ গোস্বামী শ্রী সুজিত চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি, শারদাঞ্জলী ফোরাম, হবিগঞ্জ জেলা শাখা লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদ, লাখাই উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক শ্রী আশীষ দাশ গুপ্ত, পুজা উদযাপন পরিষদ, লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সম্পদ রায়, , সাবেক সভাপতি, পূজা উদযাপন পরিষদ, মোড়াকরি ইউনিয়ন শাখার, রাবিন্দ্র পাল, বিদান বনিক সুব্রত আচার্য্য, শ্রী প্রবিন্দ্র দাস, সাধারণ সম্পাদক, মোড়াকরি মহাসংকীর্তন গৌর মন্দির কমিটি, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মলয় দেব উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সজল দাস, মোড়াকরি ইউনিয়নের শ্রী দেবাশীষ গোস্বামী (সহ শিক্ষক), ডাঃ শ্রী শিবনাথ ভট্টাচাৰ্য্য (বাপ্পী), শ্রী বিশ্বনাথ গোস্বামী, শ্রী হরেন্দ্র দাশ, শ্রী সত্যেন্দ্র দেব (স্বাস্থ্য সহকারী), শ্রী চন্দন দেব, শ্রী দেবু দেব, শ্রী অনিল দেব, “শ্রী মরণ নেব, শ্রী রনু দেব, শ্রী সুনির্মল দেব, শ্রী চন্দন দেব, শ্রী ভোলানাথ পাল, শ্রী রাখাল দেব, শ্রী নিতাই দেব প্রদীপ দেব, শ্রী রমু দেব, শ্রী সেবক দেব, শ্রী জীবণ দেব, শ্রী সুবল বিশ্বাস, শ্রী পরিতোষ সরকার, শ্রী নারদ সরকার, বিশেষ অতিথি আশীষ দাশগুপ্ত বলেন আপনাদের সন্তানকে গীতা শিক্ষা কেন্দ্রে পাঠাবেন, গীতার জ্ঞান অর্জন করে এ পাশাপাশি ইংরেজি ভাষা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা অর্জন করবে।