হবিগঞ্জের লাখাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
শুক্রবার ( ৫ আগষ্ট) লাখাই উপজেলার চত্বরে সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম উপজেলা প্রকৌশলী শাকিল খন্দকার, পঃপঃ কর্মকর্তা গৌতম কুমার রায় ও বীর মুক্তিযোদ্ধা কমান্ড কেশব চন্দ্র রায়সহ জনপ্রতিনিধি সহ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।