1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শক্তিশালী হারিকেন হানা টেক্সাসে আছড়ে পড়েছে
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন




শক্তিশালী হারিকেন হানা টেক্সাসে আছড়ে পড়েছে

অনলাইন ডেস্ক
    আপডেট : ২৬ জুলাই ২০২০, ৫:২৪:৪৬ পূর্বাহ্ন

শক্তিশালী হারিকেন হানা টেক্সাসে আছড়ে পড়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলে হারিকেন হানা আছড়ে পড়েছে।এরইমধ্যে এই ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী বলে সতর্কবার্তা জারি করেছে কতৃপক্ষ।হানা শনিবার টেক্সাসের পাদ্রে দ্বীপে আঘাত হানে।হ্যারিকেনটি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে।এরই মধ্যে ৩২টি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ।তিনি বলছেন, করোনার সংকটজনক পরিস্থিতিতে জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করা জটিল হতে পারে।এখন পর্যন্ত টেক্সাসে ৩৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।মারা গেছেন পাঁচ হাজার মানুষ। গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন,

যে কোনও ঘূর্ণিঝড়ই একটি বিশাল চ্যালেঞ্জ।এ চ্যালেঞ্জ জটিল এবং আরো তীব্র হয়ে উঠেছে, কারণ এটি এমন একটি অঞ্চলে আঘাত হানছে, যেটি কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জাতীয় হারিকেন সেন্টার হুঁশিয়ারি দিয়েছে যে পোর্ট ম্যানসফিল্ড থেকে সারজেন্ট পর্যন্ত টেক্সাস উপকূলের কিছু অংশে প্রাণঘাতী ঝড় অব্যাহত থাকবে।হিউস্টন ক্রনিকলের খবরে বলা হয়েছে, ঝড়টি হিউস্টনের বেশিরভাগ অংশেই আঘাত হানবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, তার প্রশাসন গভীরভাবে এই হারিকেনটিকে পর্যবেক্ষণ করছে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের জরুরী উপদেশ মেনে চলার কথা বলা হয়েছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020