1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শঙ্খ ঘোষের পর এবার করোনায় মারা গেলেন স্ত্রীও
বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:১৭ অপরাহ্ন
শঙ্খ ঘোষের পর এবার করোনায় মারা গেলেন স্ত্রীও

বাংলা নিউজএনওয়াই ডেস্ক
    আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১২:৫২:৫৪ অপরাহ্ন

করোনা আক্রান্ত হয়ে বাংলা সাহিত্যের অন্যতম কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার আট দিনের প্রয়াত হলেন তার স্ত্রী প্রতিমা ঘোষও। তিনিও কভিডে আক্রান্ত হয়েছিলেন। এত দিন বাড়িতেই নিভৃতবাসে ছিলেন প্রতিমা। বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খের। একই সঙ্গে আক্রান্ত হন তার স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের। এর মধ্যে ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের।

পরিবার সূত্রে খবর, কবির মৃত্যুর পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমারও। এতটাই অবনতি হয়েছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার কলকাতা সময় ভোর ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ঘোষ পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। কেউ কেউ ভর্তি রয়েছেন হাসপাতালে। শঙ্খ ও প্রতিমার বৈবাহিক জীবন ছিল ৬৫ বছরের।

জলপাইগুড়িতে জন্ম প্রতিমা ঘোষের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেজে। প্রকাশ হয়েছে একাধিক বই।

 
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020