জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল- এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ ৫ আগস্ট সকাল ১০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার, ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন,সহ সভাপতি ও পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন সাংগঠনিকসম্পাদকসিরাজুররহমানসিরাজ, সুবীরতালুকদারবাপ্টু দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, শাহ আবু নাসের, এডভোকেট নুরে আলম সিদ্দকীসু উজ্জ্বল, নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট্ সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, মোবারক হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি; বীর মুক্তিযোদ্ধা; বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।