শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে দি এইডেড হাইস্কুল । বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) সকাল দশটায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান শিক্ষকরা। এর পর দুপুর এগারোটায় নগরীর জিন্দাবাজারস্থ স্কুলের শিক্ষক মিলনায়তনে প্রধান শিক্ষক শমশের আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, বনমালী কুমার রায়, মো. আলাউদ্দিন, মো. মজির উদ্দিন, ফাহমিদা আক্তার, রুবিনারা আখতার, চুমকী দেবনাথ, শুকরিয়া সুলতানা চৌধুরী, রীমা খানম, মো. আব্দুল কাহ্হার, মো. সমশের আলী, শিশির চন্দ্র হালদার, নূসরাত জাহান বাবলী, বর্নালী বর্মন, মো. মঈন উদ্দিন, পাপেল আহমদ, মো. সাইফুর রহমান, মো. শরিফুল ইসলাম, রিটন কুমার তালুকদার, নিখিল চক্রবর্তী প্রমুখ।