1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি মঙ্গলবার
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন




শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধাঞ্জলি মঙ্গলবার

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
    আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০:০৫:১০ অপরাহ্ন

ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মৃত্যু বরণ করেছেন। আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সেখান থেকে তার মরদেহের শেষকৃত্য সম্পন্নের জন্য নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে। আজ সোমবার রাতে তার মরদেহ থাকবে রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে।

কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসীত বরণ রায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) সকালে প্রয়াত এই নেতার রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধাদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপের সহ-সভাপতি এম এ সবুর।

এর আগে রবিবার (২৩ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020