1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
শাকিব, অপু ও বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন




শাকিব, অপু ও বুবলীকে যে পরামর্শ দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক
    আপডেট : ১৯ মে ২০২৩, ৭:৪৬:১৯ অপরাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার হাত ধরেই শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণসহ বহু তারকা সিনেমায় এসেছেন। এসব তারকাদের ক্যারিয়ার ও ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় কথা বলেন ডিপজল।

সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। শাকিব সম্পর্কে ডিপজল সম্প্রতি গণমাধ্যমকে বলেন, শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। ওরে নিয়ে যা আরম্ভ হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। বিয়ে করতেই পারে। ৪টা করতে পারে। কার কি যায় আসে?

এ অভিনেতা আরও বলেন, ভারতে অনেক অভিনেতা একাধিক বিয়ে করেছেন। ওর সামর্থ্য আছে করতেই পারে। এটি নিয়ে এত মাখামাখি কেন? সমালোচনা না করে তাকে পরামর্শ দেওয়া উচিত সবার।

এ সময় উপস্থাপকের পক্ষ থেকে বলা হয় শাকিবের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। এমন প্রশ্নোত্তরে শাকিবকে পরামর্শ দিয়ে ডিপজল বলেন, এত ফ্লাশ করে কিছু না করাই ভালো। এগুলো গোপনে করলেই ভালো। আমাদের ফিল্ম তো এমনিতেই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস আর যেন না হয় এদিকে খেয়াল রেখে কাজ করলে ভালো।

অপু বিশ্বাস প্রসঙ্গে ডিপজল বলেন, অপু ফিটনেসটা মেইনটেইন করে চললে ভালো। তা হলে সে ফিল্মে ভালো করবে।

শাকিবকাণ্ডের বিষয়ে অপু বিশ্বাসকে পরামর্শ দিয়ে ডিপজল বলেন, এখন থেকে যেন ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মুখ না খোলাই ভালো হবে। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে কান্নাকাটি করা ঠিক না। এতে মানুষ বেশি জানতে পারে। এতে আমাদেরই মানুষ খারাপ বলে। বুবলীকেও একই পরামর্শ দেন।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020